ওয়ার্ডপ্রেসের ফাউন্ডেশনাল ৩ টি বিষয়
ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মজার ৩টি বেসিক জিনিস হচ্ছে
Post Type, Taxonomy, Meta Field
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ঢুকলেই তিনটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে — Post Type, Taxonomy, Meta Field। এগুলিই পুরো ওয়েবসাইটকে ডাইনামিক, কাস্টমাইজেবল ও স্কেলেবল করে তোলে।
Post Type — কনটেন্টের ধরন
ওয়ার্ডপ্রেসে সবকিছুই একেক ধরণের পোস্ট। যেমন: post, page, product, portfolio ইত্যাদি।
কি করা যায়?
কাস্টম পোস্ট তৈরি (যেমন: Products, Events, Services)
আলাদা আলাদা টেমপ্লেট
কাস্টেন্ট সাজানো ও ম্যানেজ করা
কাজ কিভাবে করে?
Post Type মূলত ডাটাবেসে কনটেন্টকে আলাদা গ্রুপে রাখে, যাতে প্রতিটি টাইপের আলাদা অপশন, লেআউট, ফাংশন থাকে।
উপকারিতা:
কনটেন্ট আলাদা আলাদা ভাবে সাজানো যায়
ওয়েবসাইট প্রফেশনাল ও স্কেলেবল হয়
WooCommerce, Portfolio, Blog — সব কিছুই Post Type এর উপর
Taxonomy — কনটেন্টকে ক্যাটাগরাইজ করার সিস্টেম
Taxonomy দিয়ে পোস্ট টাইপকে গ্রুপ করা হয়। যেমন: Category, Tag হলো ডিফল্ট Taxonomy।
কি করা যায়?
Custom taxonomy তৈরি (যেমন: product-family, brand, country)
Parent → Child সম্পর্ক তৈরি
ফিল্টার / সার্চ সিস্টেম তৈরি
কাজ কিভাবে করে?
Taxonomy মূলত পোস্টগুলিকে গ্রুপ করে, যাতে সহজে সেগুলোকে ফিল্টার, সাজানো বা আর্কাইভ করা যায়।
উপকারিতা:
বড় সাইটে কনটেন্ট খুঁজে পাওয়া সহজ হয়
প্রোডাক্ট ফিল্টার, ডিরেক্টরি, ব্লগ ক্যাটাগরি — সবই Taxonomy দিয়ে
SEO তে বিশাল সুবিধা
Meta Field — পোস্টের অতিরিক্ত তথ্য
যে ইনফরমেশন টাইটেল/কনটেন্ট/ফিচারড ইমেজে হয় না—সেগুলো Meta Field এ রাখা হয়। যেমন: price, SKU, address, rating ইত্যাদি।
কি করা যায়?
কাস্টম ফিল্ড তৈরি
প্রতিটি পোস্টে আলাদা তথ্য সংরক্ষণ
ডাইনামিক লেআউট (যেমন Custom Price, Gallery, Extra Info)
কাজ কিভাবে করে?
Meta Field হলো প্রতিটি পোস্টের জন্য ডাটাবেসে আলাদা key-value তথ্য।
উপকারিতা:
প্রতিটি পোস্টকে ইউনিক ও কাস্টমাইজড করা যায়
WooCommerce পুরোপুরি Meta Field দিয়ে চলে
API/JSON আউটপুটে সহজে ব্যবহার করা যায়
ওয়ার্ডপ্রেসে Post Type + Taxonomy + Meta Field — এই তিনটি আয়ত্তে আনলেই আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন:
✔ ই-কমার্স
✔ নিউজ পোর্টাল
✔ রিয়েল এস্টেট
✔ ডিরেক্টরি
✔ LMS
✔ পোর্টফোলিও
✔ কর্পোরেট সাইট
সব কিছুর মূল ফাউন্ডেশনই হলো এই তিনটি।
#wordpressthemes #wordpresstips #wordpressdeveloper #wp